Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM, Update: 21.07.2022 1:49:36 AM
বাংলাদেশ
আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, সিরডাপ এর সাবেক মহাপরিচালক,
বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পূর্ণ মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন সংস্কার
কমিশনের সাবেক চেয়ারম্যান এটিএম শামসুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি
ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার ২০ জুলাই সকাল সাড়ে ৯টায় ঢাকার
ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন তিনি। এদিন বিকালে ও সন্ধ্যায় পৃথক জানাজা শেষে তাকে কুমিল্লা
সদর উপজেলার শিমপুর নিজ গ্রামে দাফন করা হয়। জানাজায় কুমিল্লা সদর আসনের
এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৫ আসনের এমপি এডভোকেট আবুল
হাসেম খান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ
নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
কুমিল্লা বিষ্ণুপুর এনএইচএন
ডায়াবেটিস সেন্টার ও প্রস্তাবিত খায়রুন্নেসা মেডিকেল কলেজ এবং রাবেয়া
নার্সিং কলেজ এর জমির দাতা এই শামসুল হকের মতো অত্যন্ত মেধাবী দেশপ্রেমিক ও
নিজের সর্বস্ব জনস্বার্থে বিলিয়ে দেয়া দানবীর ও সমাজসেবক এ-যুগে বিরল।
তিনি তাঁর বিষ্ণুপুরের বাড়ির ১২৫ শতক জায়গা বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল
কলেজ ও নার্সিং কলেজের জন্য দান করেন যেখানে ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট
হাসপাতালের ৫ ৩লা ইতোমধ্যে সমাপ্তির পথে।
গোমতী নদীর উত্তর পাড়ে
আমড়াতলী ইউনিয়নের শিমপুর নিজ গ্রামে আনসার আলী ফাউন্ডেশন ও কারিগরি
শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে দারিদ্র্য দূরীকরণ ও কারিগরি শিক্ষায় বিশেষ
ভূমিকা রাখছেন এবং ট্রাস্টের মাধ্যমে নিজের সমস্ত সম্পদ জনকল্যাণে ব্যয়
করছেন।
উল্লেখ্য, কুমিল্লা সদর আসনে আওয়ামীলীগের মনোনয়নে ১৯৯৬ এবং ২০০১ সালে এমপি পদপ্রার্থী ছিলেন এ টি এম শামসুল হক।
আওয়ামীলীগের ৯৬ সালের সরকারের সময় তিনি মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন।