ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ২০ পরিবার
শাহীন আলম, দেবিদ্বার।
Published : Thursday, 21 July, 2022 at 7:14 PM
দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ২০ পরিবারদেবিদ্বার উপজেলায় ২০ ভূমিহীন-গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে ঘরের চাবি হস্তান্তর  করেছে দেবিদ্বার  উপজেলা প্রশাসন। এর আগে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভূমিহীন-গৃহহীন ২৬ হাজার ২২৯টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘর হস্তান্তর অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।  
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ের ১ম ধাপে বরাদ্দকৃত ৫০ টি ঘরের মধ্যে মরিচায় ১৪টি এবং রাধানাগরে ১৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ২য় ধাপে নারায়নপুর ১৮টি ও মরিচায় ২টি ঘর হস্তান্তর করা হয়েছে। 
উপজেলা শিক্ষা অফিসার সঞ্চালনায় শরীফ রফিকুল ইসলাম’র পরিচালনায় গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রউফ, দেবিদ্বার থানার উপ পরিদর্শক মো. নুরুল ইসলাম।   
উপজেলা নারায়নপুর গ্রামের ইয়াসমিন আক্তার বলেন, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জরার্জিণ এক চালা ঘরে থাকতাম। ঘর বানানোর সামর্থ্য  ছিল না ঝড়-বৃষ্টিতে ঘুমাতে পারতাম না। সরকারি ঘর পেয়ে খুব খুশি হয়েছি । ‘এখন আর ঝড়-বৃষ্টির ভয় নাই। শান্তিতে ঘুমাতে পারবো।’ আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। 
মরিচা গ্রামের আবু তাহের  ও মমতাজ বেগম বলেন, ‘রাস্তার পাশে খাস জমিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে খুব কষ্টে থাকতাম। বসতভিটার জন্য জমি কেনা ও ঘর তৈরির সামর্থ্য নেই। সরকারি ঘর পেয়ে খুব খুশি। সরকার আমাদেরকে ঘর দিয়েছে। আমরা আনন্দিত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্ম গিয়াস উদ্দিন বলেন ,  দেবিদ্বারের ভূমিহীন-গৃহহীন মানুষ সরকারি ঘর পেয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। আরও ৫০টি ঘরের বরাদ্দ এসেছে, আমরা জায়গা খুঁজছি, জায়গা পেলে আরও ৫০ টি ঘরের নির্মাণ করা শুরু হবে। ইউএনও আশিক উন নবী তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন ছিল ‘ কেউ যেন যেন গৃহহীন-ভূমিহীন না থাকে। সে স্বপ্ন আজ বাস্তবে পূর্ণ হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে এদেশের ভূমি ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।  বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।