ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৫ টি পরিবার
প্রদীপ মজুমদার :
Published : Thursday, 21 July, 2022 at 8:49 PM
লালমাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৫ টি পরিবারমুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে কুমিল্লার লালমাই উপজেলার ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার হিসাবে পেলেন নান্দনিক ঘর। 

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীনদের পরিবারগুলোর মাঝে ঘর হস্তান্তর করেন। 
উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি নাছরীন আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রওনক জাহান, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, উপজেলা ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান ভূঁইয়া। 
এ-সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান,বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী, ভুলইন দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল হক মুজিব, ভুলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান এমরান কবীর,  পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্লাহ রুবাই, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা প্রমুখ। 
অনুষ্ঠান শেষে ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমির কাগজ সহ ঘরের চাবি বুজিয়ে দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। 
উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম বলেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে ঘর যাতে রয়েছে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল,কংক্রিটের মেঝে,সবুজ টিনের ছাউনি,একটি রান্না ঘর,টয়লেট ও সামনে খোলা বারান্দা। রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা। জমির কাগজপত্র দিয়ে এসব ঘর বুঝিয়ে দেয়া হলো ভূমিহীন ও গৃহহীন পরিবারকে।