চৌদ্দগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কাযালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, হাসপাতালের ডাঃ কুলছুমা আক্তার, উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।