Published : Friday, 22 July, 2022 at 12:00 AM, Update: 22.07.2022 1:29:58 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদককারবারী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গত ২০ জুলাই রাতে ৪ কেজি গাজাঁসহ ২ জনকে এবং পরোয়ানা ভুক্ত আসামী ১ জনকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ২০ জুলাই রাতে মাধপপুর ইউনিয়নের (মিরপুর হাইওয়ে - বাঙ্গুরা বাজার) রাস্তার উপর ভাই ভাই ষ্টোরের সামনে থেকে মোঃ রানা (২৪) ও। সিয়াম (২২) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মোঃ রানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিশারা বাড়ি গ্রামের মোঃ জালাল আহাম্মেদের ছেলে এবং সিয়াম একই এলাকার খেওড়া গ্রামের বাদল মিয়ার ছেলে।তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পরোয়না ভুক্ত আসামী চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুকবুল হোসেনের ছেলে মোঃ শরীফকে গ্রেফতার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, "আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"