ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৪
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM, Update: 22.07.2022 1:30:07 AM
করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৪গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৮৮৪ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ১০৪ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৫৬ জন এবং শনাক্ত ২০ লাখ ২৭৯ জন।
বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৬০২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ১০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৮১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৫৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। মৃত্যুবরণকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ২ জন, খুলনায় ১ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে ১ জন।