ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোক্তা অধিকারের অভিযান
কুমিল্লায় বেশি দামে চার্জার লাইট ফ্যান বিক্রি করায় জরিমানা
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM, Update: 22.07.2022 1:31:27 AM
কুমিল্লায় বেশি দামে চার্জার লাইট ফ্যান বিক্রি করায় জরিমানাতানভীর দিপু: কুমিল্লায় লোডশেডিংয়ের প্রভাবে চাহিদা বেড়েছে রিচার্জেবল লাইট ও ফ্যানের। কৌশলে বাজারে এসব পন্যের চাহিদা বাড়ায় দামও বাড়িয়েছেন বিক্রেতারা। ভোক্তারা যেন প্রতারিত না হন তাই বাজার মনিটরংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর নিউমার্কেটে অভিযান পরিচালনা করে বেশ কিছু দোকানে মূল্য ট্যাগ ও ভাউচারের গড়মিল খুজে পেলে তাদের জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারি পরিচালক মোঃ আসাদুল ইসলাম।  একটি বাল্বের উপর ৩বার ট্যাগ লাগিয়ে ৫৫০ থেকে ২০০টাকা দাম বৃদ্ধি করে ৭৫০টাকা করায় এক বিক্রেতাকে জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করা হয়।  
পরে নিউমার্কেটের মূদি মার্কেটে অভিযান পরিচালনা করে তেলের দাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করে। কিছু কিছু দোকানে বিদেশ থেকে আমদানীকৃত শিশুখাদ্য বিক্রি হলেও আমদানীর ট্যাগ না থাকায় তাদের সতর্ক করা হয় এবং শাস্তিমূলক জরিমানা করা হয়। অভিযানে ৩টি দোকানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোঃ আছাদুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নিউমার্কেট এলাকার ইলেকট্রিক ও তেলের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, লোডশেডিং এর খবর শুনে চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য কৌশলে বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। রিচার্জেবল বাল্বের গায়ের মূল্য মুছে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করায় ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড সার্ভিস সেন্টারকে ১০ হাজার টাকা, অযৌক্তিক মূল্যে টেবিল ল্যাম্প বিক্রির প্রস্তাব করায় এশিয়া ওয়াচ এন্ড ইলেকট্রিককে ৫ হাজার টাকা এবং অননুমোদিত বিদেশী গুড়ো দুধ বিক্রি করায় হাজী খোকন স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, নিউমার্কেট মালিক সমিতি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলো।