চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টফাইনাল খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই টুর্ণামেন্টে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালক ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে বালিকাদের খেলায় বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বালকদের খেলায় ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
পরে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার নূরুননবী, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ব্যবসায়ী শামীম হোসেন প্রমুখ।
এর আগে গত ১৮ জুলাই উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ওই টুর্ণামেন্টে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১৪টি দল অংশ নেয়।