ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে সভা
Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি ষ্টাস্কফোর্স কমিটির সদস্য, ইউনিয়নের চেয়ারম্যান, সচিব এবং সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকলের উপস্থিতিতে এক সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন খাস জায়গা উদ্ধার করে এবং ভূমিহীন গৃহহীনদের তালিকা তৈরি করে সঠিকভাবে তাদেরকে গৃহহীনমুক্ত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
এ সময় বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা ইঞ্জিনিয়ার আলিফ আহমেদ অখর, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, মাধ্যমে কর্মকর্তা আবদুল মান্নান, এস আই শরীফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার রৌশন আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাছেল ছারোয়ার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হাজী মোঃ আবু তাহের, আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, হাজী বিল্লাল হোসেন, আবদুল করিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং উপজেলা বিভিন্ন পর্যায়ে সদস্যরা উপস্থিত ছিলেন।