ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে র?্যালি, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM
 
প্রদীপ মজুমদার :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার লালমাইয়ের মৎস্য চাষীদের নিয়ে র?্যালি, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান গতকাল ২৪ জুলাই রবিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।  এ উপলক্ষে সারা দেশে ২৩-২৯ জুলাই ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর। কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, উপকারভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।
উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ক্রেষ্ট বিতরণ, মূল্যায়ন সভায় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের সন্মানিত করা হয়। মাছ চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার ৩ জন পোনা  মাছ চাষে কাজী কামরুল হাসান ভূট্টো ও মো. জাফর এবং বড় মাছ চাষে নাছিম উদ্দিন নামে মৎস্যচাষীকে ক্রেষ্ট ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।  
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক। বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, লালমাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. শাহজাহান মজুমদার, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আবু তাহের রনি, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।