বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও পোনামাছ অবমুক্তকরণ
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য
সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকালে বুড়িচং উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা লিফ মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি এম হাবিবুর রহমানে সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং , থানার এস আই মোঃ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল আলম পারভেজ।
আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সহকারী মৎস্য কর্মকর্তা দেয়ান নাজমুল হুদা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন এর মৎস্য প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুস। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহে র?্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
রণবীর ঘোষ কিংকর।
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই শ্লোগান নিয়ে কুমিল্লার চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, র?্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক শতাব্দী রায়। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম এর সঞ্চালনায় মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন লিফ মৎস্য চাষী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর হক মীর চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ কার্প জাতীয় মাছ উৎপাদনে অবদানের স্বীকৃতি স্বরূপ মৎস্য চাষী মনির খন্দকারকে সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেন।