ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমপি-চেয়ারম্যান একে অপরকে ‘সরি’ বলেছেন
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল এবং উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে দ্বন্ধের মীমাংসা হয়েছে। রবিবার বিকাল ৪টায় ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সমঝোতা বৈঠকে উভয়ের মধ্যে চলমান দ্বন্ধ নিরসন হয়। একই বৈঠকে আগামী ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। এসময় এমপি ও চেয়ারম্যান একে অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলিও করেছেন বলে জানিয়েছেন  উত্তর জেলা আওয়ামীলীগের একাধিক নেতা।
জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে গত ১৬ জুন কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল জানান, এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মীমাংসা হয়েছে। একে অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। তিনি আরও জানান, এলডি হলে ঘটে যাওয়ার ভিডিও ফুটেজ ও তদন্ত প্রতিবেদন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। আশা করছি সামনের দিনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার রবিবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ ও মীমাংসার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে তিনি বলেন, দুই নেতার মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। তবে এলডি হলে ঘটে যাওয়া ঘটনায় কে দোষী তা ভিডিও ফুটেজ বের করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রামের বিভাগের দায়িত্ব প্রাপ্ত  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ উত্তর জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এদিকে, দুই নেতার মধ্যে সমঝোতা ও সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ হওয়ায় খুশি দেবিদ্বারের তৃণমূল আওয়ামীলীগ। দলের এক নেতা জানান, আগামীতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ আরও শক্তিশালী একটি সংগঠন হবে।