মো. হাবিবুর রহমান
‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রবিবার দুপুরে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক রাজীব মুন্সী, দেশীয় প্রজাতী সেরা মাছচাষী আব্দুল কাদির।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দিদারুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সমবায় অফিসের পরিদর্শক মোশাররফ হোসেন। আলোচনা সভা শেষে উপজেলার সেরা মাছচাষীদের মধ্যে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এরা হলেন, দেশীয় প্রজাতী মাছ চাষে সেরা শুশুন্ডা গ্রামের আব্দুল কাদির, সমাজ ভিত্তিক মাছচাষে সিদ্বেশ^রী আল-মক্কা মৎস্য প্রকল্প ও চাপিতলা গ্রামীণ মৎস্য প্রকল্প ও হ্যাচারী কমপ্লেক্সের নাজিম উদ্দিন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতীর পোনামাছ অবমুক্ত করা হয়।
এ দিকে প্রথম দিন শনিবার উক্ত বিষয়ে সাংবদিকদের সাথে মতবিনিময় করেছেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান। মুরাদনগর উপজেলা প্রসাশন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে মৎস্য দপ্তরে ওই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন সোমবার প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় করা হয়।
এ ছাড়াও চতুর্থ দিন মঙ্গলবার অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা করা হবে। পঞ্চম দিন বুধবার উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা দেওয়াসহ পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে। ষষ্ঠ দিন বৃহস্পতিবার সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। সন্তম দিন শুক্রবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ সমাপ্তি হবে।