ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩
Published : Thursday, 28 July, 2022 at 12:00 AM, Update: 28.07.2022 1:12:01 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নির্দেশে থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স মঙ্গলবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা মোড়ের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মৃত জাহিদ চৌধুরীর ছেলে মোঃ ছাহিদ চৌধুরী (৩৫) আটক করে। অপরদিকে থানার এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স শশীদল ইউনিয়নের হরিমঙ্গল পাকা রাস্তার উপরে অজ্ঞাতনামা সিএনজি চালকের ফেলে যাওয়া ১০ কেজি গাঁজা এবং সিএনজি জব্দ করে। এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মহালক্ষীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ কাউসার (৩৭) এবং বালিনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিবুর রহমান প্রকাশ সজিব (২২)। বুধবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।