করোনাভাইরাস মুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচদিন আইসোলেশনে থাকার পর কোভিড পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে বাইডেনের।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে বুধবার (২৭ জুলাই) এক বক্তব্যে তিনি বলেন, আমার উপসর্গ মৃদু ছিল, আমি দ্রুত সেরে উঠেছি, বেশ ভাল বোধ করছি।
বাইডেন বুধবার সকালে তার কোভিড পরীক্ষার নেগেটিভ সনদের একটি ছবি টুইট করে লিখেছেন, ওভাল অফিসে ফিরেছি। ভাল করে যত্ন নেওয়ার জন্য চিকিৎসকসহ যারা সাহায্য-সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনোর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির কাছে এক স্মারকে লিখেছেন, মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে দুইবার বাইডেনের কোভিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউজের বাসভবনে আইসোলেশনে থেকেই কাজ চালিয়ে গিয়েছিলেন বাইডেন।
সূত্র- দ্যা হোয়াইট হাউজ।