ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পিকনিকের ট্রলার থেকে নদীতে ঝাঁপ, দুদিন পর ভেসে উঠলো লাশ
Published : Saturday, 6 August, 2022 at 9:40 PM
পিকনিকের ট্রলার থেকে নদীতে ঝাঁপ, দুদিন পর ভেসে উঠলো লাশগাজীপুরের কালীগঞ্জে বজ্রাঘাতের ভয়ে পিকনিকের ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেওয়ার দুদিন পর রুপাই হোসেন ভূঁইয়া (২১) নামে এক যুবকের মরদেহ ভেসে উঠেছে। শনিবার (৬ আগস্ট) বিকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

রুপাই হোসেন কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি মাহিন্দ্রা চালক ছিলেন। কালীগঞ্জ থানার এসআই আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শামীম ভূঁইয়া বলেন, গত বৃহস্পতিবার কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া গ্রাম থেকে রুপাইসহ কয়েকজন পিকনিক করতে ইঞ্জিনচালিত ট্রলারে শীতলক্ষ্যা নদী দিয়ে শ্রীপুর উপজেলার বরমীরে যাচ্ছিলেন। কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় নদীতে হঠাৎ বজ্রাঘাত হয়। এতে ট্রলারে থাকা সবাই ভয় পেয়ে যান। এ সময় রুপাই হোসেন ভয়ে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকালে মরদেহ উদ্ধার করেন।