ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে--হাজী ইয়াছিন
Published : Sunday, 7 August, 2022 at 12:00 AM, Update: 07.08.2022 12:24:08 AM
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে--হাজী ইয়াছিননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির পরিচিতি সভা শনিবার বিকেলে কুমিল্লার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।এতে ভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আক্কাস, মোস্তফা জামান, মাহবুব আলম চৌধুরী, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এডভোকেট খায়রুল আনাম তোফিক, অধ্যাপক সারওয়ার জাহান দোলন, নজির আহম্মেদ, সদস্য সাবেরা আলাউদ্দিন, এডভোকেট আ হ ম তাইফুর আলম, আব্দুর রউফ চৌধুরী ফারুক, মাহবুব চৌধুরী, হাজী সিদ্দিকুর রহমান, এটিএম মিজানুর রহমান, জসীম উদ্দীন,তাহের পলাশী, সাকিনা বেগম, তাজুল ইসলাম, মোঃ সফিউল আলম রায়হান, আবদুর রহমান বাদল,শাহ সুলতান খোকন, জহিরুল হক স্বপন, মফিজুল ইসলাম,এ বি এম জাহাঙ্গীর, হামিদুল হক ভুঁইয়া, রইচ আবদুর রব,শাহ আলম,জামীল চৌধুরী, ডাঃ নজরুল ইসলাম শাহীন, জামাল খন্দকার, মোসাঃ তাহমিনা হক পপি,ইমরান চৌধুরী, মোসাঃ জেসমিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় হাজী ইয়াছিন বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর এটাই আমাদের প্রথম সভা। আজকের এই সুশৃঙ্খল সভার মাধ্যমে প্রমাণ হয়েছে আমাদের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান সঠিক নেতৃত্ব বাছাই করেই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন করেছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। আগামীতে যেকোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে অংশ নিতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরচার এ সরকারের পতন ঘটাতে হবে। আর এজন্য আমাদের প্রতিটি ইউনিটকে শক্তিশালিভাবে গঠন করতে হবে। এই সরকারের পতন ঘটাতে শক্তিশালীভাবে সংগঠন গঠন করাই হবে আমাদের আজকের এই সভার একমাত্র লক্ষ্য।