এশিয়া কাপে নেই সোহান
Published : Tuesday, 9 August, 2022 at 12:00 AM
এশিয়া
কাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। বাকিদের স্কোয়াড দিতে হবে ৮
আগস্টের মধ্যে। টুর্নামেন্টের সব দেশই হয়তো দল গুছিয়ে রেখেছে। খেলোয়াড়
তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে শেষ আনুষ্ঠানিকতার জন্য। বিসিবিকেও তেমনি
অপেক্ষা করতে হচ্ছে চোটাক্রান্ত ব্যাটার নুরুল হাসান সোহানের জন্য। তবে
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, এশিয়া কাপে সোহান যে খেলতে
পারছেন না, সেটা মোটামুটি নিশ্চিত। তাঁকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা
করা হবে।
মূলত সোহানকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে বাঁ হাতের তর্জনীর চোটের
গভীরতা পর্যবেক্ষণ করতে। ভিসা পাওয়া সাপেক্ষে কাল সকালে সিঙ্গাপুর রওনা
হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে 'র্যাফেলস' হাসপাতালে প্রখ্যাত শল্য চিকিৎসক
'জনাথন গো'কে দেখাবেন সোহান। হাতের চোটের চিকিৎসার বিষয়ে জনাথন বিশেষজ্ঞ।
তাঁর চোটাক্রান্ত হাত দেখার পর তিনি সিদ্ধান্ত দেবেন অস্ত্রোপচার লাগবে
কিনা। সোহানের চোটের অবস্থা বিবেচনা করে ইতোমধ্যে বিসিবি ক্রিকেট পরিচালনা
বিভাগ ধরে নিয়েছে যে, তাঁকে এশিয়া কাপে পাওয়া যাবে না। নিউজিল্যান্ডে
ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য তাঁকে প্রস্তুতের টার্গেট তাদের।
আরব
আমিরাতে ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হলেও এর তিন দিন পর মাঠে নামবে বাংলাদেশ।
জিম্বাবুয়েতে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও টি২০ বিশ্বকাপের প্রস্তুতি এশিয়া
কাপে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
তিনি বলেন, 'টি২০তে আমরা ভালো করছি না। তবে ভালো করার চেষ্টা আছে।
জিম্বাবুয়ে সিরিজে যেভাবে কয়েকজন ক্রিকেটারকে খেলতে দেখেছি, তাতে মনে হয়েছে
এশিয়া কাপে আমরা ভালো করব। লিটন কুমার দাস আগের ছন্দে ফিরে এসেছে। আফিফ
হোসেন ভালো করেছে। দায়িত্ব নিয়ে খেলেছে সোহান। আর শেখ মেহেদীকে দেখে মনে
হয়েছে সে টি২০র খেলোয়াড়। আমার বিশ্বাস, এবার এশিয়া কাপে আমরা পরের রাউন্ডে
যাব।'
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি২০ দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সাকিব
আল হাসান না থাকায় সোহানকে অধিনায়ক করা হয়। তিনি চোটে পড়ায় মাহমুদউল্লাহকে
শেষ ম্যাচের দলে ফেরালেও নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেদিক থেকে
বলা যায়, এশিয়া কাপে নেতৃত্বের হাত বদল হচ্ছে। সাকিবের হাতে তুলে দেওয়া
হবে দল। যদিও অধিনায়কের পালাবদল নিয়ে পরিস্কার করে কিছু বলেননি পাপন। তিনি
জানান, অধিনায়কের দৌড়ে তিনজনের নাম ছিল। একজন না করে দেওয়ায় বাকিদের থেকে
একজনকে বেছে নেওয়া হবে। এই তিনে মাহমুদউল্লাহও রয়েছেন বলে জানান বোর্ড
সভাপতি। যদিও সাকিবকে আগেই অধিনায়ক হিসেবে নির্বাচন করে রেখেছে বিসিবি।
বাঁহাতি এ অলরাউন্ডারের সঙ্গে বৈঠকও হয়ে গেছে বোর্ডের ঊর্ধ্বতন
কর্মকর্তাদের।