ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৩
Published : Wednesday, 10 August, 2022 at 2:05 PM
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৩ইউক্রেনের জাপোরিঝজিয়া পারমানবিক কেন্দ্রের অদূরে দনেপ্রপ্রেট্রকবস অঞ্চলে রাশিয়ার রাতভর হামলায় ১৩ জন নিহত হয়েছেন।- খবর আল জাজিরার।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয়রা জানিয়েছেন-দনেপ্রপ্রেট্রকবস অঞ্চলে রাশিয়ার রাতভর হামলা করেছে। এতে ১৩ জন নাগরিক মারা গেছেন। 

ঐ অঞ্চলের গভর্নর ভ্যালেন্টাইন রেজনিচেনকো টেলিগ্রামে লিখেন, একটি ট্র্যাজিটিক রাত...! নিকপোল শহরে ১১ জনকে হত্যা ও ১৩ আহত করেছে রাশিয়ার সৈন্যরা। 

পরবর্তীতে তিনি আরেকটি পোস্টে আহতদের থেকে আরো দুইজন নিহত হওয়ার খবর জানান। 

জাপোরিঝজিয়া পারমানবিক কেন্দ্র থেকে দিনিপার নদীর তীরের বিপরীত এলাকায় সম্প্রতি অনেকবার হামলা চালানো হয়েছে। 

গভর্নর জানান, মাপহানেট শহরে সবচেয়ে বড় হামলা করা হয়েছৈ। এতে ২০ তলা ভবন ধ্বংস হয়েছে। এর মধ্যে দুটি স্কুল, একটি ছাত্রাবাস, একটি সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ঐ হামলায় শহরের ১০ জন মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। 

নিকোপোল শহরের পাশের একটি গ্রামে হামলায় একজন নারী নিহত হয়েছেন। ঐ সময় এক দম্পতি আহত হন।