ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকার জোড়া গানে কণ্ঠ দিলেন নচিকেতা
Published : Wednesday, 10 August, 2022 at 3:26 PM
ঢাকার জোড়া গানে কণ্ঠ দিলেন নচিকেতাদুই বাংলার শক্তিমান গীতিকবিদের মধ্যে অন্যতম নচিকেতা চক্রবর্তী। যার জীবনের বেশিরভাগ লেখা গানের কণ্ঠ-সুর তিনি নিজেই দিয়েছেন। তবে অন্যের কথাও কণ্ঠে তোলেন; কালেভদ্রে পছন্দ হলে।

সম্প্রতি তেমনই ঘটনা ঘটলো কলকাতা শহরে। ঢাকার গীতিকবি রিপন মাহমুদের কথায় গাইলেন নচিকেতা। তাও আবার একটি নয়, একজোড়া গান। দুটোর শিরোনাম ‘দাদা মানুষ দেখতে চাই’ ও ‘আমার এ গান শোনে’। গান দু’টিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন গৌতম পল্লব। 

গান দুটি রেকর্ডের পর নচিকেতা কলকাতা থেকে এক ভিডিও বার্তায় তথ্যগুলো প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে। প্রশংসা করেন গান দুটির কথা-সুরের। 

এদিকে গীতিকবি রিপন মাহমুদ বলেন, ‘নচিকেতা দাদার জন্য গান লেখা খুবই দুঃসাধ্য আর ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি; কেননা তিনি নিজেই অসাধারণ লেখেন ও সুর করেন। তাই ওনার পছন্দমতো শব্দের গাঁথুনিটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। যদিও অবশেষে আমি সেটা পেরেছি। দাদা গানের কথা পছন্দ করেই গাইতে রাজি হলেন। ঢাকা টু কলকাতার এই জার্নিতে আমাকে সাহায্য করেছেন এম এইচ রিজভী ভাই। তার প্রতি কৃতজ্ঞতা।’

রিপন জানান, গান দুটির ভিডিও নির্মাণ হবে ভারতের লাদাখে। পরিচালনা করবেন এম এইচ রিজভী। ভিডিও দুটিতে অভিনয় করবেন সাজ্জাদ চৌধুরী ও অনন্যা। বেলাশেষে প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য গানচিত্র দুটি প্রকাশ হবে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে। 

রিপন মাহমুদের কথায় সম্প্রতি কণ্ঠ দিয়েছেন বলিউড কিংবদন্তি কুমার শানু। গানটির নাম ‘যদি এক দেহেতে’। এটিও প্রকাশ হবে শিগগিরই।