ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের শোহাদায়ে কারবালা মাহফিল
Published : Thursday, 11 August, 2022 at 12:00 AM, Update: 11.08.2022 1:29:31 AM
মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের শোহাদায়ে কারবালা মাহফিলযথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা মাহফিল করেছে মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল ১০টা  সৈয়দপুর ক্যান্টনমেন্টে হোটেল নূর মহলে ফাউন্ডেশনের নির্বাহী প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের পীর সাহেব, আবদে রাসূল মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী কাদেরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াকফ আস সানাদ এর কান্ট্রি ডিরেক্টর মাও হাফেজ শহীদুল ইসলাম, মোঃ ইউনুস মিয়া।
অন্যান্যদের বক্তব্য রাখেন মাওঃ এম এ মবিন আনোয়ারী, মুফতী জসিম উদ্দিন মোজাহিদী, ফাউন্ডেশনের উপদেষ্টা মো: রুহুল আমিন (মেম্বার), মো: ইউনুছ মিয়া (মেম্বার), মো: হারুনুর রশিদ (মেম্বার), কুমিল্লা জেলা কমিটির সভাপতি গোলাম সারোয়ার ভূইয়া, হাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সহ সভাপতি খাইরুল আফসার নিউটন, অর্থ সম্পাদক  কবির হোসেন,  মোঃ মকবুল হোসেন, দপ্তর সম্পাদক  কবির হোসেন মিয়াজী,  কুমিল্লা জেলা কমিটির সহ সম্পাদক মো: জামাল হোসেন, মো: মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আবদুল হালিম রনি, মো: মোজাম্মেল হক, প্রচার সম্পাদক  আবু সাদেক হানাফি, মিলন মিয়া, কামাল হোসেন, আলী আহমদ, মো ইদ্রিস, আকতার হোসেন, ডা.  কুদ্দুস, ডা.  জহিরুল ইসলাম, নূর মোহাম্মদ  এডভোকেট মো: জামাল হোসেন, বি বাড়ীয়া শাখার সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, মো সালাম মাস্টার,  মাও: কাজী আঃ রশিদ, মুফতী ইবরাহীম খলিল, মুফতী আলী শাহ, মুফতী আলমগীর  হোসাইন, মাওঃ আবু ইউসুফ রেজভী,  মুফতী গোলামে আকবর, মাও: হুমায়ুন কবির আজাদী, মাও: মিজানুর রহমান, মুফতী আহমাদ রেজা, মাও: হাবিবুর রহমান, মাও মাইনুল হোসেন, মাও আবদুল হাকিম আন নাজিরী, মুফতী খাইরুল বাশার  হাক্কানী, মাও আবু জাফর, মাও: দেলোয়ার,  মাও:আবদুল কাদের, মাও: আহসান উল্লাহ, মাও শরীফুল ইসলাম, মাও রফিকুল ইসলাম, মাও আনোয়ার উল্লাহ।
বক্তারা বলেন,  আমাদেরকে আহলে বাইত নবী পরিবারকে ভালোবাসতে হবে। এতে ঈমানের পূর্ণতার স্বাদ পাবো। আহলে বাইত এর আদর্শ অনুসরণ করে জীবন প্রণালী পরিচালনা করলে ইহকালীন শান্তি ও পরকালে নাজাতের পথ সুগম হবে। শোহাদায়ে কারবালায় হযরত ইমাম হোসাইন (রা:) যে ধৈর্যধারন, ত্যাগ, নবীপ্রেমও ন্যায় সত্যের পথে অটল অবিচল থাকার শিক্ষা দিয়েছেন তা নিজে জীবনে প্রতিফলিত করে প্রিয় নবীজী সুমহান আদর্শ ও সাহাবায়ে কেরামগণের পদাংক অনুসরণ করা মুমিন মুসলিম হিসেবে ঈমানী দায়িত্ব ও কর্তব্য। তাহলে পরিবার -সমাজে শান্তি বিরাজ করবে। ব্যক্তি জীবন হবে সুখীময়। তাতে সারা দেশ থেকে ভক্ত মুরিদান অংশ গ্রহণ করে। পরিশেষে  মিলাদ কিয়াম এবং দেশ জাতি মুসলিম উম্মাহর কল্যান কামনা করে মুনাজাত করা হয়।