ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় গাড়ি ও টেম্পুর সংঘর্ষে একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটায় মাঞ্জারসুম্বা-পাটোডা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের আমন্ত্রণে যোগ দিতে গাড়ি নিয়ে পুনা যাচ্ছিলেন তারা। হঠাৎ গাড়ি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের পাঁচ সদস্যসহ আরও একজন নিহত হন।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে প্রশাসন।
সূত্র: এনডিটিভি