Published : Monday, 15 August, 2022 at 12:00 AM, Update: 15.08.2022 1:43:37 AM
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা মানবকল্যাণ ও রক্তদান সংস্থা (কুমাস)এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং মানবতার সেতু বন্ধন নামক ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বিকেল চারটায় কুমিল্লা নগরীর নজরুল ইন্সটিটিউটের অডিটোরিয়ামে সংগঠনটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মহসিন কামাল এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ কাবিরুল ইসলাম খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ সোলাইমান, কুমিল্লা মেডিকেল কলেজের (কলোরেক্টাল,লেজার এন্ড পাইলস স্পেশালিষ্ট সার্জন) ডাঃ আ ন ম জানে আলম,বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন,মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মূসা,ডায়মন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূইয়া, ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অ্যাডভোকেট ইস্কান্দার আলী(আমীর), ব্রাহ্মণপারা ৮ নং মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন,অ্যাডভোকেট তাজুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান সহ কুমিল্লার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি ফ্রী ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করে।