ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বৃহস্পতিবার সকাল থেকে ৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ-বাংলার এটিএম বুথ
Published : Monday, 15 August, 2022 at 6:49 PM, Update: 15.08.2022 6:58:32 PM

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের সব এটিএম বুথ। কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, ই-ব্যাংকিং সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আরও জানা গেছে, ওই সময়ের মধ্যে এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, নেক্সাস পে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পকিত সব লেনদেন বন্ধ থাকবে।


বর্তমানে ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকসংখ্যা ৪ কোটি ৩৯ লাখ ৩০ হাজার। ব্যাংকটির ২২০টি শাখা ও ৪ হাজার ৭৬৬ এটিএম বুথ রয়েছে।