ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর একটি শোক র‌্যালি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। একই দিন উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন, হাসনাবাদ ইউনিয়নসহ বিভিন্ন স্থানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুপুরে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ মল্লিকের নেতৃত্বে যাবতীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দিন, ডাঃ এস.এম ফারুক, ডাঃ শাহরিয়ার এনাম খান, ডাঃ মোঃ নিজাম উদ্দিন, ডাঃ শ্রীকান্ত দেবনাথ, ডাঃ মেহেদী হাসান শিমুল, ডাঃ আবু জাফর রনি, ডাঃ আসমা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ পাপিয়া বিন পলিন, ডেন্টাল সার্জন ডাঃ তাজুল ইসলাম, পরিসংখানবিদ মজিবুর রহমান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।