ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে এস কিউ গ্রুপের মানবিক সহায়তা ও বৃক্ষ রোপন
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM, Update: 17.08.2022 12:26:00 AM
বরুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে এস কিউ গ্রুপের মানবিক সহায়তা ও বৃক্ষ রোপন স্টাফ রিপোর্টার, বরুড়া।
কুমিল্লার বরুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে এস কিউ ফাউন্ডেশনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এদিন এস কি গ্রুফ ও এস কিউ ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর এ জেড এম শফিউদ্দিন শামীম আড্ডা উন্নয়ন সংঘের আয়োজনে দুপুরে ২টা এস কিউ গ্রুফের আর্থিক সহায়তায় আড্ডা কলেজ রোডে বৃক্ষরোপন উদ্ভোদন করেন। এছাড়াও আড়াই টার দিকে আডডা দলিরপাড় মসজিদ পরিদর্শন শেষে অনুদান ও আবদুস সাত্তার নামে একজন এতিমকে একটি অটোরিক্সা তার হাতে তুলে দেন। তিনটা দশ মিনিটে আডডা উত্তর পাড়া নেছারিয়া জামে মসজিদে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান ও মসজিদের নতুন ভবনের কাজ ভিত্তিপস্তর স্হাপনের উদ্ভোদন করেন।সাড়ে তিনটায় কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় জামে মসজিদে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে বিকাল চারটায় বেওলাইন কেন্দ্রীয় জামে মসজিদে ৫০ হাজার টাকা অনুদান দেন। বিকাল পাঁচটায় দেওড়ায় এস কিউ গ্রুফ ও ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ৫০ লক্ষ টাকার ব্যায়ে নির্মিতব্য  কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেন।বরুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে এস কিউ গ্রুপের মানবিক সহায়তা ও বৃক্ষ রোপন  সন্ধ্যা সাড়ে ছয়টায় ভবানীপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে ক্যানসার রোগী মোঃ জুবায়ের খন্দকার কে চিকিৎসার ভার নেন এবং নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সব শেষে এগারগ্রাম মন্তুর বাজারে ঈদগাহ উন্নয়নে প্রতিশ্রুতি প্রদান করেন।
এদিন কর্মসুচীতে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সদস্য ও বাহাদুরুজ্জামান (বাহাদুর), এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,  সহ এস কিউ গ্রুপের সিনিয়র ম্যানেজার মহিউদ্দিন মুকুল সহ এস কিউ গ্রুফ ও ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ।