Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM, Update: 17.08.2022 12:26:08 AM
নিজস্ব প্রতিবেদক।। গত১৫ আগষ্ট কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে। শোক দিবস টি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং পরে উপজেলার ৯ ইউনিয়নের সকল নেতাকর্মী, সর্ব জনসাধারণ সহ ৫ হাজারের অধিক মেজবানি ও গন ভোজ করানো হয়। দুপুরে মেজবানি ও গন ভোজের অবস্থা পরিদর্শন করেন প্রধান অতিথি ও কুমিল্লা - ৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, হাজী মোঃ আবুল তাহের চেয়ারম্যান, এডভোকেট মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খোকন,অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুছ ছালাম বেগ, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে জাতীয় শোক দিবস যথাযথ ভাবে উদযাপন এবং মেজবানি ও গন ভোজ অংশ গ্রহণ করেন বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাহের শামসেদ,ইউনিয়ন লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,লন্ডনী প্রবাসী মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন ( চেয়ারম্যান), লন্ডনী প্রবাসী মোঃ আমজাদ হোসেন এর ছোট ভাই লন্ডনী প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এম মির্জা তৌফিক, যুবলীগ নেতা এম এ কাইয়ূম ,আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম ও ডা. আরিফুর রহমান,ফুলকুমারি দরবার শরীফ মোঃ লিটন প্রমুখ।