Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM, Update: 17.08.2022 12:54:23 AM
মো. মিজানুর রহমান ||
হাইওয়ে
পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক সীতাকুন্ডে প্রাভভেটকারসহ ৩ ডাকাতকে
গ্রেফতার করছে। গত সোমবার গভীর রাতে চট্টগ্রামের বারআউলিয়া হাইওয়ে থানা
পুলিশ সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেডিএস ডিপো সংলগ্ন
দক্ষিণ ঘোরামারা পাক্কা মসজিদ সামনে ট্রাকে ডাকাতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার
করেছে। এসময় ডাকাতদের হামলায় আহত ট্রাক চালক ও সহকারীকে উদ্ধার করে
চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ডাকাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করা
হয়।
হাইওয়ে পুলিশ জানায়, গত ১৫ আগস্ট সোমবার রাত ০৩.৩৫ ঘটিকার সময়
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী
লেনে কেডিএস ডিপো সংলগ্ন দক্ষিণ ঘোরামারা পাক্কা মসজিদের সামনে একদল ডাকাত
(ঢাকা মেট্টো ট-২২-৭০৯৬) ট্রাক আটক করে ডাকাতি করছে এমন সংবাদ পেয়ে
তাৎক্ষণিক বারআউলিয়া হাইওয়ে থানার মোবাইল ১ ও মোবাইল ২ ঘটনাস্থলে গিয়ে উক্ত
ট্রাকচালক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আবুল
কালামের পুত্র মো. রাসেল (২৮) ও অজ্ঞাত পরিচয় সহকারীকে উদ্ধার করে এবং
অভিযান চালিয়ে ভাটিয়ারী এলাকা থেকে উক্ত ডাকাতদলের মূলহোতা মৃত নাসির
উদ্দিানের পুত্র মো. ফারুক, মৃত তাজ মোহাম্মদের পুত্র হান্নান ও তাদের
ব্যবহৃত প্রাইভেটকার (চট্ট মেট্টো খ-১১-০৩০৬) আটক করা হয়। এসময় প্রাইভেটকার
চালক আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা
দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার হাইওয়ে কুমিল্লা রিজিয়ন মুহাম্মদ রহমত
উল্লাহ দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেকোন ধরনের
ডাকাতি, চুরিসহ অন্যান্য অপরাধ ধমনে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং
থাকবে। মহাসড়ক নিরাপদ রাখতে অত্র রিজিয়নের হাইওয়ে পুলিশ বদ্ধ পরিকর।