ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বায়ু দূষণ আইন না মানায়
৭ রাইস মিলকে ৫ লাখ টাকা জরিমানা
Published : Wednesday, 17 August, 2022 at 12:00 AM, Update: 17.08.2022 12:32:09 AM
৭ রাইস মিলকে ৫ লাখ টাকা জরিমানানিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও অবৈধপন্থা অবলম্বনের দায়ে কুমিল্লার বুড়িচংয়ের ৭টি রাইস মিলকে পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও বুড়িচং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়। পরিবেশগত ছাড়পত্রবিহীন কার্যক্রম পরিচালনা করা, খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা, ৭০ ফুটের কম উচ্চাতার চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য দ্বারা খাল দূষণ ইত্যাদি অপরাধে রাইস মিলগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।  
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার  ইয়াসিন এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ ১ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা,   গ্রাম বাংলা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে  ৫০ হাজার টাকা জরিমানা, আল মদিনা অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, মক্কা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা, বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা, হাশিয়া অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা জরিমানা, হাজী আবদুল বারেক অটো রাইস মিলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, রাইস মিল গুলোতে পরিবেশ আইন মেনে চলা হচ্ছে কি না সেগুলো খতিয়ে দেখা হয়। যেসব মিল পরিবেশ আইন মানে নি তাদের বিরুদ্ধে অভিযোগ এনে ভ্রাম্যমান আদালত জরিমানা করে এবং আদায় করে।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি জানান, বায়ু দূষণ নীতিমালা -২০২২ অনুসারে পরিবেশ অধিদপ্ত এবং বুড়িচং উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে যেসব মিল পরিবেশগত ছাড়পত্রবিহীন কার্যক্রম পরিচালনা করা, খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা, ৭০ ফুটের কম উচ্চাতার চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য দ্বারা খাল দূষণ করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়। বায়ু দূষণ নীতিমালা -২০২২ রক্ষায় অভিযান পরিচালনা শুরু হয়েছে তা চলমান থাকবে।