জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভারী অস্ত্র মোতায়েনের অভিযোগ প্রত্যাখ্যান করে ইউক্রেনকে উস্কানিদাতা হিসেবে দোষারোপ করছে রাশিয়া।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি গোলাটে করার জন্য উস্কানি দিতে রাশিয়ার বিরুদ্ধে ভারী অস্ত্র মোতায়েনের অভিযোগ করছে ইউক্রেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কিংবা তার আশপাশে কোনো ধরনের ভারী অস্ত্র ব্যবহার করছে না রাশিয়া। সেখানে শুধু গার্ড ইউনিট রয়েছে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ইউক্রেনের ঘাঁটিতে রাশিয়া গোলাবর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে।
তবে রাশিয়ার দাবি, ইউক্রেন সফর করবেন জাতিংসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। তার সফরকে লক্ষ্য করে মস্কোকে এককভাবে পারমাণবিক কেন্দ্রের ক্ষতির জন্য দায়ী করে গুতেরেসেকে উস্কানি দিতে চাইছে কিভ।
এতে বলা হয়, ইউক্রেন পারমাণবিক কেন্দ্র এলাকায় সৈন্য মোতায়েন করেছে। যেহেতু গুতেরেস ওডেসা সফর করতে আসছেন, তাই নিকোপল শহর থেকে গোলাবারুদের অভিযান চালানোর জন্য পরিকল্পনাও করছে ইউক্রেন।