ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আরও এক কোটি ডোজ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র
Published : Tuesday, 23 August, 2022 at 3:53 PM
আরও এক কোটি ডোজ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্রকরোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশে মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে বাংলাদেশকে ফাইজারের আরও এক কোটি ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে সাড়ে আট কোটি ডোজেরও বেশি করোনা টিকা অনুদান দিলো দেশটি।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীর প্রশিক্ষণ, ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও আট হাজার টিকা বহন বাক্স অনুদান এবং প্রত্যন্ত অঞ্চলে পাঁচ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৪ কোটি ডলার (১৪০০ কোটি টাকা) অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।