ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানির প্রতিবাদ শিক্ষক সমিতির
Published : Wednesday, 24 August, 2022 at 12:00 AM, Update: 24.08.2022 12:33:40 AM
কুবি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানির প্রতিবাদ শিক্ষক সমিতির সাঈদ হাসান, কুবি ||
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ মিথ্যাচার ও মানববন্ধন করায় নিন্দা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মঙ্গলবার (২৩ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার, মানববন্ধন ও মানহানিমূলক বক্তব্য শিক্ষকের বিপক্ষে একধরনের ধৃষ্টতা ও ঔদ্ধত্য প্রদর্শন। এধরনের কর্মকাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দের জন্য ভয়াবহ হুমকি স্বরূপ।
বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ে এধরনের কর্মকর্তা-কর্মচারীর ধৃষ্টতা ও স্পর্ধা পরিলক্ষিত হয়নি, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্মানিত শিক্ষকবৃন্দের পাঠদানের অযোগ্য হয়ে পড়বে। শিক্ষকবৃন্দ যেন যথাযোগ্য মর্যাদা নিয়ে পাঠদান করতে পারেন, এজন্য যে সকল কর্মকর্তা-কর্মচারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মানহানি করেছে এবং ঔদ্ধত্য দেখিয়েছে, আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তা নাহলে শিক্ষক সমিতি পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
এদিকে অধ্যাপককে নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মানহানিকর বক্তব্যের মৌখিক প্রতিবাদ জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, একজন অধ্যাপক মর্যাদার শিক্ষকের নামে প্রকাশ্যে মানহানিকর বক্তব্য দিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীর আন্দোলন করা বাংলাদেশের ইতিহাসে বিরল। এটা আমাদের শিক্ষক সমাজ এবং ছাত্রসমাজের জন্য লজ্জার।
তিনি আরও বলেন, একজন চতুর্থ শ্রেনীর কর্মচারীর এধরণের ধৃষ্টতা দেখানোর সাহস নেই। আসলে এর পেছনে বর্তমান ট্রেজারার প্রত্যক্ষভাবে জড়িত। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অনুরোধ করছি তিনি নিজেও যেহেতু একজন শিক্ষক তাই শিক্ষক হয়ে অপর আরেকজন শিক্ষকের সম্মানহানির বিষয়ে কর্মচারীদের এধরণের ধৃষ্টতার বিরুদ্ধে যেন দ্রুত পদক্ষেপ নেয়।
উল্লেখ্য, বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাংশের কর্মকর্তা কর্মচারীরা ঐ শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন করেন।