ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় শাহাদাত হত্যা: ১৬ আসামির স্বীকারোক্তি
Published : Wednesday, 24 August, 2022 at 12:00 AM, Update: 24.08.2022 12:33:50 AM
কুমিল্লায় শাহাদাত হত্যা: ১৬ আসামির স্বীকারোক্তিকুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় রবিউল হাসান শাহাদাত (১৫) হত্যা মামলার ১৬ আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা সবাই ঘটনার বর্ণনা দিয়ে হত্যার ঘটনা স্বীকার করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) কুমিল্লার নবাগত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রথম আলোচনা সভা মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, শাহাদাত হত্যার ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ ও র‌্যাব। তাদের আদালতে নিলে ১৬ জন ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে। শাহাদাত হত্যায় জড়িত বাকিদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার (১৯ আগস্ট) বিকালে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রবিউল হাসান শাহাদাত নামে এক কিশোরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িতরা কিশোর গ্যাং রতন গ্রুপের সদস্য।
এ ঘটনায় ২০ আগস্ট রাতে নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এবং ছয় জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত ছয় জনকে র‌্যাব, নয় জনকে পুলিশ এবং দুই জনকে গ্রেফতার করে ডিবি।