ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবার বাড়লো সয়াবিন তেলের দাম
Published : Wednesday, 24 August, 2022 at 12:00 AM, Update: 24.08.2022 12:34:07 AM
আবার বাড়লো সয়াবিন তেলের দামনিজস্ব প্রতিবেদক: বোতলজাত সয়াবিন তেলের দাম আরেক দফা বেড়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল লিটারে সাত টাকা বাড়ানো হয়েছে। এতে বোতলজাত এক লিটার তেল এখন বিক্রি হবে ১৯২ টাকায়। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সাত টাকা বেড়ে হয়েছে ১৯২ টাকা। আগে ১৮৫ টাকা করে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হত। এর আগে প্রতি লিটারের মূল্য ছিল ২০৫ টাকা। আর্ন্তজাতিক বাজারে দাম কমার পর সেখান থেকে লিটারে ২০ টাকা কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছিল। একইভাবে পামওয়েলের দাম লিটার প্রতি সাত টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল এখন থেকে ১৭৫ টাকায় পাওয়া যাবে। বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ৯৪৫ টাকা।
এই মূল্য আজ মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৭ আগস্ট সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় মিলমালিকদের সংগঠনটি। তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৫ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার প্রস্তাব দেয়।