ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রেস কনফারেন্সে কুমিল্লার নব নিযুক্ত পুলিশ সুপার আবদুল মান্নান
চুরি ডাকাতি ছিনতাই রোধ প্রথম প্রাধান্য দেওয়া হবে
Published : Wednesday, 24 August, 2022 at 12:00 AM, Update: 24.08.2022 12:35:20 AM
চুরি ডাকাতি ছিনতাই রোধ প্রথম প্রাধান্য দেওয়া হবে
তানভীর দিপু ||
কুমিল্লায় নব নিযুক্ত পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, সবার আগে ক্রাইম এ্যাগেইনস্ট প্রোপার্টি- বা চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি রোধ করবো। একইসাথে নজর দেয়া হবে কিশোর গ্যাং কালচার উৎখাত করা। এব্যাপারে পুলিশিংয়ে কোন ছাড় দেয়া হবে না। তিনি গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি সবার প্রতি সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, সামনে দূর্গা পূজা - এক শ্রেণির মানুষ অন্ধ বিশ্বাসের কারনে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির, সেটা কুমিল্লাতে অক্ষুন্ন রাখতে হবে।
মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আবদুর রহিম, আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি কুমিল্লার শহরের ধর্মপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, জনমনে ভয়ের উদ্রেক করে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন যে কোন অস্ত্রের মহড়া কিংবা প্রদর্শন করলে যে অভিযোগ করতে হবে তারপর পুলিশ ব্যবস্থা নিবে এমন নয়, পুলিশ এধরনের যে কোন কর্মকান্ড প্রতিহত করবে। এই বিষয়গুলো আমার সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছি।
সভায় পুলিশ সুপার বলেন, কোন সাধারন মানুষ যেন থানায় গিয়ে সেবা নিতে হয়রানির শিকার না হয়। এ সময় তিনি কুমিল্লা যেহেতু একটি বড় অংশ সীমান্তে পড়েছে তাই মাদকের অবস্থা ভয়াবহ। কিশোর অপরাধ, গুজব ছড়ানো, ডাকাতি, হাইওয়েতে ডাকাতি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রয়েছে। আমরা ভাবছি সেগুলোর দীর্ঘমেয়াদি সমাধান কীভাবে করা যায়। সেজন্য আমরা অপরাধের ধরন, কারণ, ছড়ানোর পদ্ধতি ও রোধের উপায় সম্পর্কে বিশ্লেষণ করবো। এরপর দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কাজ করবো।’
পুলিশ সুপার আরও বলেন, ‘কুমিল্লা দেশের অন্যতম জেলা। এই জেলা দিয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কে যেন ডাকাতি না হয়, সেদিকে আমরা নজর দেবো। হাইওয়ে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘কুমিল্লায় মাদকদ্রব্য বন্ধ করা চ্যালেঞ্জিং। কিন্তু অসম্ভব নয়। যেহেতু এটি মাদকের ট্রানজিট পয়েন্ট সেহেতু আমরা পয়েন্টগুলো চিহ্নিত করে অভিযান চালাবো। মাদকের বিরুদ্ধে কোনও ছাড় দেওয়া হবে না।’
এ সময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের কাছ থেকে মুক্ত পরামর্শ গ্রহণ করেন। সেইসঙ্গে সাংবাদিকদের কল্যাণে মিডিয়া সেল তৈরির আশ্বাস দেন।