ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আট মামলাতেই জাহাঙ্গীরের আগাম জামিন
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM
ফরিদপুরের মানহানি মামলাতেও হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম।
বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার তাকে আট সপ্তাহের আগাম জামিন দেয়।
এর মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় দায়ের হওয়া আট মামলাতেই আগাম জামিন পেলেন জাহাঙ্গীর। এদিন আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ।
মানবিক বাংলাদেশ সোসাইটি নামের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে ফরিদপুরে জাহাঙ্গীরের বিরুদ্ধে এ মামলা করেছিলেন। গত ৩১ অগাস্ট ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন তার (জাহাঙ্গীরের) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ওই সময় জাহাঙ্গীরের বিরুদ্ধে ঢাকা, রাজবাড়ী, মাদারীপুর, পঞ্চগড়, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় মোট আটটি মামলা হয়। এর মধ্যে সাতটি মামলায় তিনি আগেই আগাম জামিন পেয়েছিলেন।
মেয়র পদ থেকে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ অগাস্ট হাই কোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। ওই রিটের উপরে শুনানির পর গত ২৩ অগাস্ট রুল জারি করে হাই কোর্ট। জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।