ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা শুরু আজ
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শুরু হবে।  
সোমবার (৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে দুপুর দেড়টা থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ১৯ অক্টোবর। সারাদেশে ৭১১টি কেন্দ্রে এক হাজার ৮৭৯টি কলেজের প্রায় দুই লাখ পরীক্ষার্থী এতে অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে সবাই ০২-৯৯৬৬৯১৫১৭ ও ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগ করতে পারবে।