ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে কৃষি ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষ মেলা উদ্বোধনে থাকছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি।
আগামী ৭ সেপ্টেম্বর বুধবার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আয়োজিত যৌথভাবে তিনব্যাপি এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও মেলা আয়োজন কমিটির আহ্বায়ক আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বিশেষ অতিথির তালিকায় রয়েছেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এ. এফ. এম. হায়াতুল্লাহ, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ কাদরী, বাংলাদেশ সীড এসোসিয়েশন সভাপতি এম আনিস উদ্ দৌলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহিনুল হাসান, বিসেফ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও বিটিভি  মাটি ও মানুষ এর উপস্থাপক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক।
ইতিমধ্যে অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি। তিন দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।