আঞ্চলিক কানেক্টিভিটিতে জোর প্রধানমন্ত্রীর
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM
ভারত
সফরের প্রথম দিনেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে আঞ্চলিক
কানেক্টিভিটি ও সহায়তার নতুন যুগ সৃষ্টির কথা মনে করিয়ে দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রীর অবস্থানস্থল দিল্লির
হোটেল আইটিসি মাওয়ারিতে সোমবার বিকেল ৪টায় সৌজন্য সাক্ষাৎ করেন জয়শঙ্কর। এ
সময় তাদের মধ্যে আন্তরিক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র
সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ভারত
গুরুত্ব দিয়ে দেখছে। একই বছরে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাংলাদেশ
সফরের যে সার্কেল, তা প্রধানমন্ত্রীর দিল্লি সফরের মাধ্যমে পূর্ণতা পেল
বলে জানিয়েছেন জয়শঙ্কর।
বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে
বলেন, ‘কেবল বাংলাদেশ ও ভারত নয়, পুরো অঞ্চলের কানেক্টিভিটিতে গুরুত্ব দিতে
হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে এ ছাড়া উপায় নেই।
‘অবকাঠামোগত
কানেক্টিভিটি তো আছেই; এখন মানুষে মানুষে কানেক্টিভিটি, এনার্জি
কানেক্টিভিটি, প্রযুক্তিগত কানেক্টিভিটি বাড়াতে হবে। ভারত থেকে আমরা
বিদ্যুৎ আনছি। এখন নেপাল এবং ভুটানের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির
কানেক্টিভিটি তৈরি করতে হবে। আমাদের বন্দর ব্যবহারে সবাইকে সুযোগ দিতে হবে।
বিবিআইএনকে সক্রিয় করতে হবে।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর এই
সফরে আগামীকাল (মঙ্গলবার) সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত
হবে। সেখানে ভালো কিছু হবে। তবে প্রধানমন্ত্রী পানি, বিদ্যুৎ, জ্বালানি,
বন্দর অবকাঠামো ও বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন।
ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকালের বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং তুলা আমদানি বিষয়েও আলোচনা হবে।