ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM, Update: 06.09.2022 12:37:35 AM
কুমিল্লায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ সংক্রান্ত জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে পায়াক্ট বাংলাদেশের আয়োজনে ও কুমিল্লা জেলা প্রশসানের বাস্তবায়নে সোমবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।