নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধানের জমিতে কাজের সময় বজ্রাঘাতে বেলাল মিয়াজি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন সেলিম হোসেন (২৮) নামে আরেক কৃৃষক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া বিলে ওই ঘটনা ঘটে। বেলাল মিয়াজি ওই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে। সেলিম হোসেন একই এলাকার বাসিন্দা।
জোয়াড়ি ইউনিয়নের চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যে ধানের জমিতে কাজ করছিলেন বেলাল মিয়াজি। পাশের জমিতে কাজ করছিলেন সেলিম। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। দগ্ধ হন সেলিম। স্থানীয়রা উদ্ধার করে তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।