ফরিদ-আসিফকে শাস্তি দিল আইসিসি
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
চলমান এশিয়া
কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার
দায়ে জরিমানার কবলে পড়লেন আফগানিস্তানের ফরিদ আহমাদ ও পাকিস্তানের আসিফ
আলীকে। ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ
জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ
হয়েছে ফরিদ-আসিফের পাশে। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের
নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত বুধবার
অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ইনংসের ১৯তম ওভারের পঞ্চম বলে বাক-বিতণ্ডায়
জড়িয়ে পড়েছিলেন পাক ব্যাটার আসিফ ও আফগানিস্তানের পেসার ফরিদ। ফরিদের করা
ওই ওভারের পঞ্চম বলটি হুক করে ছয় মারতে গিয়েছিলেন আসিফ। কিন্তু সেটি আকাশে
উঠে যায়। বলটি তালুবন্দি করতে ভুল করেননি আফগানিস্তানের করিম জানাত। আসিফ
আউট হতেই তার সামনে গিয়ে উল্লাসে ফেটে পড়েন ফরিদ। তাতেই রেগে যান আসিফ।
তিনি রীতিমতো ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান।
ইতোমধ্যেই আফগান
খেলোয়াড়েরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবু ডান
হাতের কনুই দিয়ে ফরিদের বুকে ধাক্কা দেন আসিফ। তখন আসিফের দিকে তেড়ে যান
ফরিদ। পরে অন্য ক্রিকেটারদের উপস্থিতিতে পরিস্থিতি আর বেশি ঘোলাটে হতে
পারেনি। আইসিসি আচরণ বিধি অনুসারে ব্যাট দিয়ে মারতে যাওয়াটা আইসিসির
খেলোয়াড় আচরণ বিধির ২.৬ আর্টিকেলের লঙ্ঘন। আর ফরিদ আহমেদের আচরণটা হয়েছে
আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.১২ এর লঙ্ঘন।
ম্যাচ শেষে ফরিদ-আসিফ দু’জনকেই দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে আইসিসি। আর্থিক জরিমানার সাথে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তারা।
আইসিসি
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির ঘোষণা করেন। পাইক্রফটের কাছে
নিজেদের ভুল স্বীকার করে নেন আসিফ-ফরিদ। তাই কোন আনুষ্ঠানিক শুনানির
প্রয়োজন হয়নি।