ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM, Update: 10.09.2022 12:53:05 AM
লাকসামে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারমোহাম্মদ আবদুর রহিমঃ
আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ছিলোনিয়া এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাকসাম থানা পুলিশের এস আই হাবিবুর রহমান ও হাইওয়ে পুলিশের এস আই খোরশেদ আলম উপস্থিত থেকে অজ্ঞাত এ নারীর লাশ উদ্ধার করেন। লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
মোটরসাইকেলে সড়ক দিয়ে লাকসাম বাজারে আসার সময় বোরহান নামে এক কিশোর জানায়, সন্ধ্যার পর অন্ধকার বৃষ্টি হয়ে সড়কের পশ্চিম পাশে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে ৯৯৯ এ ফোন করি। কিছুক্ষন পর লাকসাম থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সহায়তায় লাশ সড়কের উপর থেকে পাশের মার্কেটে সামনে নিয়ে আসলে তার সাথে থাকা ব্যাগের ভিতর ভাংতি প্রায় ৩ হাজার টাকা পাওয়া যায়।
পুলিশ জানায়, ওই নারীর লাশের পাশে প্রায় ৩ হাজার টাকার ভাংতি নোট পাওয়া গেছে। সম্ভাবত সে ভিক্ষুক।
হাইওয়ে পুলিশের এস আই খোরশেদ আলম জানায় তার সাথে পাওয়া ভাংতি টাকা গুলো মসজিদে দেয়া হবে এবং লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।