ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে ৪৯ তম গ্রীষ্ম কালীল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Published : Sunday, 11 September, 2022 at 12:00 AM
লাকসাম প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি লাকসাম উপজেলা কতৃর্ক আয়োজিত ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বালক ফুটবলে নরপাটি উচ্চ বিদ্যালয় চ্যাম্পীয়ন, রেলওয়ে উচ্চ বিদ্যালয় রানারআপ,   বালিকা ফুটবলে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পীয়ন, গণ উদ্যোগ স্কুল এন্ড কলেজ রানারআপ, কাবাডি বালিকা দলে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পীয়ন, গণউদ্যোগ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ রানারআপ হয়েছে। এছাড়া সাতার,দাবা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, লাকসাম থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।