ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে সংঘর্ষ রবি ও সোমবারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত
Published : Sunday, 11 September, 2022 at 12:00 AM, Update: 11.09.2022 12:27:17 AM
কুবিতে সংঘর্ষ রবি ও সোমবারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিতকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার এবং সোমবারের অনুষ্ঠিতব্য সেমিষ্টার ফাইনালের সকল পরীক্ষা পেছানো হয়েছে। তবে সকল ক্লাস এবং অন্যান্য বিভাগীয় পরীক্ষা থাকলে সেগুলো চলমান থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী । তিনি জানান, দুই দিনের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাদের কথা মাথায় রেখে রবি ও সোমবারের অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো নতুন সূচী করে নেয়া হবে। বিশ^বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে শুক্রবার রাতের পর শনিবার দিনের বেলায় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে দুই গ্রুপ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে আহত একজনের অবস্থা গুরুতর। আহতদর বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে। কুমিল্লা বিশ^বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, শুক্রবার জুমার নামাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে জড়ানো সংঘর্ষের জেরে শনিবার দুপুরেও আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ। শনিবার দুপুর থেকে দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় । ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়ছে দুই পক্ষ। এছাড়া লাঠিসোটা নিয়ে দুই দলই একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এসময় ইটের আঘাতে আহত হয়ে অন্তত ৫ জন রক্তাক্ত হয়। এছাড়াও লাঠির আঘাতে আহত হয় আরো অনেকে। প্রায় দেড় ঘন্টা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর সদর দক্ষিণ থানা পুলিশের সদস্যরা কুমিল্লা বিশ^বিদ্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বিশ^বিদ্যালয়ের প্রক্টর কাজী রানা সিদ্দিকি এবং পুলিশের কর্মকর্তারা উত্তেজিত ছাত্রদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
শনিবার সন্ধ্যায় প্রক্টর কাজী রানা সিদ্দিকি জানান, বিশ^বিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্যদের উপস্থিতিতে একটি বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় রবিবার এবং সোমবারের সেমিষ্টার ফাইনাল পরীক্ষা স্থগিত রেখে পুণরায় সূচী করে সেই পরীক্ষা নেয়ার জন্য তারিখ দেয়া হবে। এছাড়া বিশ^বিদ্যালয়ে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।