Published : Sunday, 11 September, 2022 at 12:00 AM, Update: 11.09.2022 12:27:25 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের
দলীয় সমর্থন পাওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর
মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক
রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল
হক মুজিব এমপি।
মুজিবুল হক বলেন, প্রবীণ রাজনীতিবীদ মফিজুর রহমান
বাবলু আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। দলীয় সকল কর্মকাণ্ডে তাঁকে সবসময়
কাছে পাওয়া যায়। তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। দলের সুসময়-দুঃসময়
সবসময়ই নেতাকর্মীদের পাশে থাকেন। চেয়ারম্যান পদে তাকে আওয়ামী লীগের দলীয়
সমর্থন দেওয়ায় দলের সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি
কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।