ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মার্কিন হেলিকপ্টার চালানো শিখতে গিয়ে ৩ তালেবান নিহত
Published : Sunday, 11 September, 2022 at 12:14 PM
মার্কিন হেলিকপ্টার চালানো শিখতে গিয়ে ৩ তালেবান নিহতযুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অত্যাধুনিক একটি হেলিকপ্টার ওড়ানো শিখতে গিয়ে সেটি বিধ্বস্তের পর তিন তালেবান সদস্য নিহত হয়েছেন।- খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও বহু অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যেতে পারেনি মার্কিন বাহিনী ও সামরিক জোট ন্যাটো। যার ফলে আফগানিস্তানে রেখে যাওয়া হয়েছিল হাজার হাজার বন্দুক, সাঁজোয়া যান থেকে শুরু করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার। সেসবের মধ্যে একটি হেলিকপ্টার ওড়াতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। 

শনিবার তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রশিক্ষণ অনুশীলনের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেছন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তিনি বলেন, একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা হয়েছিল। তবে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে প্রযুক্তিগত সমস্যার কারণে এটি বিধ্বস্ত হয়।

রয়টার্স বলছে, মাত্র এক বছর আগে আফগানিস্তান দখল করার পর তালেবান যোদ্ধারা যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে সেগুলোর মধ্যে ঠিক কতগুলো এখন চালু আছে তা এখনো স্পষ্ট নয়।

অবশ্য চলে যাওয়ার আগে মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক হার্ডওয়্যার নষ্ট করে দেয় এবং আফগান বাহিনী মধ্য এশিয়ার দেশগুলোতে কিছু হেলিকপ্টার নিয়ে পাড়ি জমায়।