ব্রাহ্মণপাড়ায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাদাতাদের মধ্যে সিভিল সার্জনের উপহার বিতরণ
Published : Thursday, 15 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের সহযোগিতায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, এমটিপিআই, এসআই, টিএলসিএ (স্বাস্থ্য) কার্যালয়ের কর্মচারীদের উপহার সামগ্রী (ব্যাগ) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন এই উপহার সামগ্রী তুলে দেন।
জানা যায়, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবার মান আরও উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা সিভিল সার্জন ডা মীর মোবারক হোসাইন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, এমটিপিআই, এসআই, টিএলসিএ ও মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকলের মধ্যে উপহার সামগ্রী (ব্যাগ) বিতরণ করা হয়।
ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন বলেন, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন স্যারের চৌকস পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপের করণে ব্রাহ্মণপাড়াসহ পুরো কুমিল্লা জেলায় স্বাস্থ্য সেবার মানে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। আমরা স্যারের দিকনির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ব্রাহ্মণপাড়ার মানুষের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।'