বরুড়ায় রোবোটিক্স প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
Published : Thursday, 15 September, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে তলাগ্রাম ত, চ লাহা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ১৪ সেপ্টেম্বর বুধবার রোবোটিক্স প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তলাগ্রাম ত, চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনোয়ারা বেগম, তলাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশিক্ষণ কোর্স এর চিপ সঞ্চিত মন্ডল। ৬ দিনব্যাপি এ প্রশিক্ষণ চলবে। ৩ দিন সরাসরি বাকি ৩ দিন ইন্টারনেটের মাধ্যমে।