ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাল আমদানিতে দরপত্র দাখিলের সময়সীমা কমলো
Published : Thursday, 15 September, 2022 at 12:00 AM
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির জন্য দরপত্র দাখিলের সময়সীমা কমানো হয়েছে। দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ১৫ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এর আগে যা ছিল ৪২ দিন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভাশেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি প্রস্তাব উত্থাপন করা হলে দুটিই নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
তিনি জানান, প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৮টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি, পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট ব্যয় হবে ৪ হাজার ৪৬ কোটি ১৭ লাখ ১৬ হাজার ৯২৫ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ৪৩ কোটি ১ লাখ ৪০ হাজার ৬০৯ টাকা। দেশীয় ব্যাংক ও এডিবির ঋণ ৩ হাজার ৩ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৩১৬ টাকা।
সভায় অনুমোদিত প্রস্তাবনাসমূহের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক জরুতি ভিত্তিতে ৫ লাখ টন চাল আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে। এ জন্য দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রপ্তানিকারক দেশ হতে ৪ লাখ টন চাল কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।